স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং কোর স্কিল উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। শিক্ষায় প্রত্যাশিত উন্নয়ন ত্বরাম্বিত করে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিরাজপুর উচ্চ বিদ্যালয় সর্বদাই নিবেদিত।
গুণগত শিক্ষা প্রদান, তথ্য ও প্রযুক্তির বিস্তরণ এবং বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা পরিষেবা শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশাকরি, এর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য পেতে পারবে এবং তথ্য প্রবাহে উপকৃত হবেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলেই।
আজকের ক্ষুদে শিক্ষার্থীরা রচিবে সুন্দর ভবিষ্যত। জ্ঞানের আলোকবর্তিকা বহন করে এগিয়ে যাবে সম্মুখ পানে- সসীম থেকে অসীমে, খণ্ড থেকে অখণ্ডে। এ প্রত্যাশায় সকলকে হৃদিক অভিনন্দন।