Message

আজকের শিক্ষার্থী আগামী দিনের জাতির কর্ণধার। তাদেরকে বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। সততা, সহনশীলতা, সহমর্মিতা, নৈতিকতা, দেশাত্মবোধ, আত্মমর্যাদাসহ বিভিন্ন মানবীয় গুণাবলি অর্জন করে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে হবে। আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর এক বিশ্বগ্রাম । বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রতিটি শিক্ষার্থীর চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। নিয়মিত পড়াশোনা করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা ও প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিবেদিত হতে হবে। হতে হবে ভালো ছাত্র, ভালো নাগরিক এবং সর্বোপরি ভালো মানুষ।

জ্ঞানরাজ্যের বিস্তীর্ণ ভুবনে প্রবেশের জন্য ছাত্র-ছাত্রীদের সমসাময়িক প্রেক্ষাপটে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, ক্রীড়া-সংস্কৃতিসহ লালিত ও সুপ্ত প্রতিভা বিকাশে সিরাজপুর উচ্চ বিদ্যালয় নিয়মিতভাবে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত....
তারিখ: 2023/08/26 12:17 AM
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং কোর স্কিল উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। শিক্ষায় প্রত্যাশিত উন্নয়ন ত্বরাম্বিত করে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিরাজপুর উচ্চ বিদ্যালয় সর্বদাই নিবেদিত।
 
গুণগত শিক্ষা প্রদান, তথ্য ও প্রযুক্তির বিস্তরণ এবং কলেজের যাবতীয় শিক্ষা পরিষেবা শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশাকরি, এর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও প্রয়োজনীয় তথ্য পেতে পারবে এবং তথ্য প্রবাহে উপকৃত হবেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলেই।
তারিখ: 2023/08/25 12:00 AM
সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ‍’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
সক্রেটিসের ভাষায় “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।”
এরিস্টটল বলেন “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”
তারিখ: 2023/08/24 12:00 AM

Upcoming Event

অনুসরণীয়
  • সকালের সমাবেশের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। 
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • ছেলেদের চুল বড় করে রাখা যাবে না।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • শিক্ষার সাথে সম্পৃক্ত স্কেল, রাবার,পেন্সিল, ক্যাল্কুলেটর নিয়ে আসতে হবে। 
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষণ নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ নিষেধ। 

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eight ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering a good educational environment, safety and security of the students. 

Study Tour